ঢাকা-৫ জাতীয় সংসদ নির্বাচনী হালচাল
জনমত জরিপে আলহ্বাজ কামরুল হাসান রিপন এগিয়ে ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় দৈনিক ঢাকার কাগজের এক জনমত জরিপ করা হয় । জরিপে গত কাল ৬৬ নম্বর ওয়ার্ডে ডেমরা-৫ নির্বাচনী এলাকায় ১০০ জন ভোটার এর প্রতিক সমিক্ষা চালানো হয়, অনুসন্ধানে জানা যায়, ঢাকা-৫ আসনে আওয়ামিলীগের মনোনয়ন প্রাপ্ত হন মোঃ হারুনর রশীদ মুন্না । তিনি নৌকা প্রতিকে নির্বাচন করছেন পক্ষান্তরে এ আসনে আওয়ামিলীগের মনোয়ন প্রত্যাশি ছিল ৬ জন । আওয়ামিলীগের সভানেত্রি মাননীয় প্রধান মন্ত্রি জননেত্রি শেখ হাসিনার মনোনয়ন বঞ্চিত দের সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার নির্দেশ দেওয়ার পরেই এ আসনের নির্বাচনী প্রেক্ষাপট উনমুক্ত হয় । সতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে নির্বাচন করছেন ঢাকা মহানগর আওয়ামি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহ্বাজ কামরুল হাসান রিপন তিনি ঈগল প্রতিক নিয়ে লড়ছেন, অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন ডেমরা থানা আওয়ামিলীগের সাবেক সাধারণ সস্পাদক সাবেক এমপি প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে আলহ্বাজ মশিউর রহমান মোল্লা ট্রাক প্রতিক নিয়ে লড়ছেন । এছাাড়াও এ আসনে বিভিন্ন দলের মনোনিত ব্যাক্তিরা নির্বাচনে অংশ গ্রহন করছেন । দৈনিক ঢাকার কাগজে এক জনমতে দেখা যায় অবাদ শান্তি পূর্ন নিরপেক্ষ নির্বাচন হলে সাধারন ভোটাররা ভোট দিতে পারলে সতকরা ৪৫% ভোট ঈগল মার্কার কর্ণধার সাবেক ছাত্র নেতা আলহ্বাজ কামরুর হাসানের পক্ষে যাবে । এ ক্ষেত্রে নৌকা প্রতিকের ২০%, ট্রাক প্রতিক ১৫%, বাকি ২০% ভোট অন্যান্য প্রার্থীদের বাক্সে পরবে বলে সাধারণ ভোটাররা দৈনিক ঢাকার কাগজকে জানান ।
অনুসন্ধানে আরো জানা যায়, ঢাকা-৫ নির্বাচনী এলাকার ভোট যুদ্ধে বহীরাগত ভোটার বনাম স্থানীয়দের ভোটারদের মধ্যে লড়াই হবে । সেক্ষেত্রে আলহ্বাজ কামরুল হাসান রিপনের ঈগল মার্কার ভোটাররা একাট্টা হয়েছেন । আগামি কাল ঢাকা-৪ নির্বাচনী এলাকা নিয়ে জনমত জরীপ প্রকাশ করা হবে ।
চোখ রাখুন দৈনিক ঢাকার কাগজ ।