শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা প্রতিনিধি নরসিংদী জেলা / ৪৭৩ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলায় খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৩০ শে ডিসেম্বর)মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত”খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খিদিরপুর (ডিগ্রী) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি,জনাব ফারুকুজ্জামান এর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক,মোঃজনাব মালেক আল হাসান এর সঞ্চালনায় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন খোকার সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে সকালঃ-১০.০০ টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বারৈচা অনার্স কলেজের অধ্যক্ষ, জনাব মুজিবুর রহমান এবং নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও প্রাইম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ,জনাব বাহারুল হক সরকার।এ ছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত এবং সকলের সমন্বিত কণ্ঠে জাতীয় সংগীত ও বিদ্যালয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন খোকা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী,অভিভাবক ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিশেষে অতিথিরা ২০২৩ সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর