ঢাকা-৫ আসনের জনগনের জন্য এনপিপি আম প্রতিক প্রার্থীর নির্বাচনী ইস্তেহার ঘোষনা
গত ৩০ ডিসেম্বর সন্ধ্য ৭ ঘটিকার সময় ডেমরা থানা প্রেসক্লাব, স্টাফ কোয়াটার, হাজী গফুর মার্কেটের ২য় তলায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনিত ও গনতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত এবং ডেমরা থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান (সুমন মাষ্টার) ঢাকা-৫ আসনের আম প্রতিক নিয়ে ভোটের জন্য মত বিনিময় করেন । তিনি আগামী বছরের নতুন প্রত্যাশা নিয়ে নতুন স্বপ্ন দেখার পথ অনুসরন করে জনগনকে বিভিন্ন রকমের সেবা মূলক কাজের আস্বাশ দিচ্ছেন । আগামি দিনে ঢাকা-৫ কে সকল সিটি কর্পোরেশনের রোল মডেল হিসেবে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । আর এ জন্য ঢাকা-৫এর মানুষকে আম প্রতিকে ভোট দেওয়ার জন্য আহ্ববান করছেন । আগামি ৭ জানুয়ারি ২০২৪, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । সারা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উৎসব মূখর পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের কোছে জোর আহ্ববান জানান । তিনি বলেন “আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে গোপালগঞ্জের কৃতি সন্তান জাতীয় নেতা আলহ্বাজ শেখ সালাউদ্দিন ছালু ভাইয়ের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চাই । ডেমরা, যাত্রাবড়ী ও কদমতলী থানার একাংশ অর্ন্তগত সকল এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং শিক্ষার মান উন্নয়ন সহ সকল প্রকার নাগরিক সেবা নিশ্চিত করতে চাই । উন্নত চিকিৎসা সরঞ্জাম সহ পূর্নাঙ্গ হাসপাতাল, খেলার মাঠ, কমিনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র শ্রমিকদের জন্য স্বল্প ব্যয়ে আবাসিক ভবন স্থাপন, কৃষি ক্ষেত্রে উন্নতি, পরিবেশ দূষন রোধ সহ নতুন নতুন কল-কারখানা তৈরি করে ব্যাকারত্ব দূর করাই আমার এক মাত্র লক্ষ ও উদ্দেশ্য । আমি একজন স্বপ্নবাজ মানুষ তাই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এলাকাবাসি হিসেবে দল মত নির্বিশেষে কৃষক শ্রমিক জনতা এনপিপি এর আম মার্কায় ভোট দিতে গড়ে তোল একতা, এই স্লোগান নিয়ে আপনাদের সেবা করার জন্য ঢাকা-৫ নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারদের নিকট আম মার্কায় ভোট চাই । একজন শিক্ষক হিসেবে মানুষের ভালোবাসা ও মহান আল্লহর সন্তুষ্টি অর্জনই আমার এক মাত্র লক্ষ” ।