নরসিংদী শিবপুরে নৌকা মার্কার পক্ষে সবাই বক্তব্য রাখছেন।
আজ বৃহস্পতিবার(২১ শে ডিসেম্বর ২০২৩ খ্রি.)বিকালে নরসিংদী- ৩ শিবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী ফজলে রাব্বির খান এর সমর্থনে ইটাখোলা গোল চত্বর সিএনজি স্টেশনে পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় নাজমুল কবির আনোয়ার মাস্টার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ফজলে রাব্বি খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ২ পলাশ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রিমি। ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসিন নাজির,প্রমোখ। নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ফজলে রাব্বি খান কে নির্বাচিত করে শিবপুরে উন্নয়নকে চলমান রাখতে তিনি সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।