রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম

আজ, থেকে আনুষ্ঠানিক জনসংযোগ শুরু দীপংকর তালুকদারের

রাঙামাটি জেলা প্রতিনিধি / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে জনসংযোগ শুরু করেছেন ২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার। সোমবার বেলা দুইটায় রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, অংসুই প্রæ চৌধুরী, মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক শাওয়াল হোসেন, পৌর মেয়র ও যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। সেই সব অপশক্তিকে পাশ কাটিয়ে আজ আমরা নির্বাচনি প্রচারণা শুরু করলাম। আজ যেভাবে আপনারা যেভাবে প্রচারণায় এসেছেন, তাতে আমাদের পথসভাগুলো জনসভায় রূপ নিয়েছে। এতেই প্রমাণ হয় দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আগামী ৭ জানুয়ারি এভাবেই আপনারা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাহলে আমরা আমাদের এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো।

নেতারা আরো বলেন, নির্বাচনের আগে থেকেই বিভিন্ন মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোন অপপ্রচারে কান দিবেন না। ভোট আপনাদের নাগরিক অধিকার, সেই অধিকার আপনারা আদায় করবেন।

আঞ্চলিক দল তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। তাই আপনাদের আরো বেশি সজাগ থাকতে হবে। তারা যাতে কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে। প্রচারণার প্রথম দিনে রাঙামাটির ৯টি ওয়ার্ডে ৯টি নির্বাচনি অফিস উদ্বোধন করেছে আওয়ামীলীগ।

মঙ্গলবার দুর্গম বাঘাইছড়ি উপজেলা নির্বাচনী প্রচারণায় যাবেন আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার। বাঘাইছড়িতে তিনদিন গণসংযোগ শেষে ২১ তারিখ সন্ধ্যায় রাঙামাটি ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর