শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

ইলন মাস্ক জিম্মি পরিবারগুলো ও ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন

বাসস ডেস্ক / ১৮৪ Time View
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

জেরুজালেম, ২৭ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার ইলন মাস্কের সাথে সাক্ষাত করবেন এবং ‘অনলাইনে ছড়ানো ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ মোকাবেলায় কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।’
রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে এই কথা জানানো হয়। খবর এএফপি’র।
হারজোগের দপ্তর বলেছে, বৈঠকে ‘হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবারের প্রতিনিধিরা যোগ দেবেন। তারা ৭ অক্টোবর হামাসের হামলার ভয়াবহতার এবং বন্দিদের ক্ষেত্রে চলমান যন্ত্রণা ও অনিশ্চয়তার বিষয়ে কথা বলবেন।’
হারজোগের দপ্তর আরো বলেছে, ‘বৈঠকে প্রেসিডেন্ট অনলাইনে ছড়ানো ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ মোকাবেলায় কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।’
সেপ্টেম্বরে ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাস্ককে সোস্যাল মিডিয়া এক্সে ইহুদি বিরোধী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি তাকে শুধুমাত্র ইহুদি বিদ্বেষকে ঠেকানোর সক্ষমতা নয়, এক্ষেত্রে যে কোন সামষ্টিক বিদ্বেষকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনার সক্ষমতা খুঁজে বের করার আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মাস্ক বলেন, যদিও তার ওয়েবসাইটে ঘৃণাত্মক কোন বার্তা পোস্ট হওয়ার আগে সেগুলো ঠেকাতে পারেনি, তবে তিনি সাধারণত যে কোন গোষ্ঠীকে আক্রমণ করার বিরুদ্ধে রয়েছেন, সে যেই হোক না কেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর