নাজমুল হাসানঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সংবাদ সংগ্রহ করার সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থীর সমর্থকদের হামলায় ৪ সাংবাদিক গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর হাসান তানু,নিউজবাংলার প্রতিনিধি সোহেল,রাইজিংবিডির প্রতিনিধি হিমেল ও ঢাকা মেইলের প্রতিনিধি মিলু।আহত সাংবাদিকদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালেচিকিৎসারজন্য নিয়ে গেছে গ্রামবাসী।সংবাদ কর্মীদের ওপর নৃশংস হামলার দৃষ্টান্তমুলক শাস্তি ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছে সাংবাদিকমহল।এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ।