দুই দশক পর নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ ওয়ানডে দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। তার নেতৃত্বে পঞ্চপাণ্ডবহীন একাদশ নিয়ে ওয়ানডেতে নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ ছাড়া এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৫ সালে, কাকতালীয়ভাবে সেটিও ছিল প্রেমাদাসায়।
বাংলাদেশ দলে প্রথমবারের মতো ওয়ানডে খেলছেন দুই তরুণ—উইকেটকিপার ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। লঙ্কান দলেও অভিষেক হলো পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com