দীর্ঘ ১১৭ দিনের বিদেশ সফর ও উন্নত চিকিৎসা শেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাকে বহন করছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে দেওয়া একটি আধুনিক রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স।
এর আগে, লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে বাসা থেকে হিথ্রোর উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। গাড়িটি চালান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, আর পেছনের আসনে ছিলেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে হিথ্রো ত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
[caption id="attachment_1419" align="aligncenter" width="568"] হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া[/caption]
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বিদায় জানাতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী। এদিকে, ঢাকায় তার আগমনকে ঘিরে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সেখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ মেডিকেল ইউনিট।
এ সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশে ফিরছেন জুবাইদা রহমান।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বেগম জিয়া। পরদিন লন্ডনে পৌঁছে তিনি ভর্তি হন ‘লন্ডন ক্লিনিক’-এ, যেখানে ১৭ দিন চিকিৎসা শেষে অবশিষ্ট সময় কাটান তারেক রহমানের বাসায়।
সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com