চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, লন্ডনের কিংস্টনে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার জন্য হিথ্রোতে রওনা দেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, গাড়ির চালকের আসনে ছিলেন তারেক রহমান এবং তার পাশে সামনের আসনে বসেন খালেদা জিয়া। একই গাড়িতে আরও ছিলেন তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান, ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং নাতনি জাইমা রহমান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে চড়বেন। স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডন ছাড়ার কথা রয়েছে। বিমানটি দোহায় যাত্রাবিরতির পর মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের সৌজন্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে গমন করেন এবং লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
প্রথম ১৭ দিন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর ২৫ জানুয়ারি থেকে তিনি ছেলের বাসায় অবস্থান করছিলেন। চিকিৎসা ও বিশ্রাম শেষে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছেন বিএনপি নেত্রী।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com