শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। একই সঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও এক হাজার ব্যক্তিকেও আসামি করা হয়েছে। ঘটনার পর এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
[caption id="attachment_578" align="aligncenter" width="300"] হাতবোমা বিস্ফোরণ ও সংঘর্ষ[/caption]
শনিবার সকালে ওই ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় একে অপরের বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার এ ঘটনায় পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় এক হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, “সংঘর্ষের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com