চীন স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। দেশটির এক গবেষণায় দেখা গেছে, মাত্র ২ ওয়াটের লেজার ট্রান্সমিশন ব্যবহার করে পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরের এক স্যাটেলাইট থেকে ১ গিগাবিট প্রতি সেকেন্ড (জিবিপিএস) গতির ইন্টারনেট সরবরাহ সম্ভব হয়েছে—যা স্টারলিংকের তুলনায় পাঁচগুণ দ্রুত।
বুধবার (১৮ জুন) বিজনেস বাইট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
স্টারলিংক মূলত নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে কাজ করে, যেখানে ডেটা ট্রান্সফারে অপেক্ষাকৃত কম দেরি হয়। কিন্তু চীন প্রথমবারের মতো উচ্চ কক্ষপথে থেকেও সেই বাধা কাটিয়ে চমক দেখিয়েছে।
এই সাফল্যের পেছনে কাজ করেছে চীনের বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন ‘অ্যাডাপটিভ অপটিক্স মোড ডিভিশন রিসিভার (এও-এমডিআর)’ প্রযুক্তি। এতে রয়েছে ৩৫৭টি মাইক্রো-মিরর, যা বায়ুমণ্ডলীয় বিকৃত লেজার সিগন্যাল পুনর্গঠন করে। মাল্টি-প্লেন লাইট কনভার্টার ও রিয়েল-টাইম অ্যালগরিদম সিগন্যাল আরও নির্ভুল ও দ্রুত করে তোলে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে। স্টারলিংকের তুলনায় চীনের এই স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি শুধু গতি নয়, নির্ভরযোগ্যতাতেও এগিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com