ঢাকার সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী সিটি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
সূত্রে জানা যায়, এর একদিন আগে, সোমবার, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ও ছবি ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে দেখা গেছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com