নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।
প্রতিনিধি দলের সদস্য মুজাহিদুল ইসলাম শাহিন গণমাধ্যমকে জানান, “আমরা আগেই নির্বাচন কমিশনে একটি চিঠি জমা দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আজ সিইসির সঙ্গে আমাদের এই বৈঠক হচ্ছে। নিবন্ধনের জন্য সময়সীমা বাড়ানো, নিবন্ধন আইন এবং নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।”
উল্লেখ্য, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল হিসেবে পরিচিত এনসিপি এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এবার তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com