সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন ও গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
পুলিশ জানায়, সম্প্রতি দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২২ জুন বিএনপি শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক মামলায় ৩ জন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করে। মামলায় অভিযোগ আনা হয় দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪) জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, পক্ষপাতিত্ব ও ভোটাধিকার হরণের অভিযোগে।
মামলার ভিত্তিতে ইতিমধ্যে উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
এর আগে কে এম নূরুল হুদা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সিইসি ছিলেন এবং তার নেতৃত্বে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com