সাতক্ষীরার সীমান্তবর্তী বাঁকাল এলাকা থেকে ভারতে স্বর্ণ পাচারের সময় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নারীর নাম নাসরিন নাহার (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার মোড় এলাকার বাসিন্দা এবং ইমাম হোসেনের স্ত্রী।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, অভিযানে নাসরিন নাহারের কাছ থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার মোট ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com