দীর্ঘসূত্রতা এবং অনিয়মের কারণে সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রতা ও অনিয়মের বিষয়ে আলোচনা শেষে সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলন শুরুর পরেই ছাত্রদের দাবিগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হয়েছে। গত সোমবার আন্দোলনকারীদের একটি প্রতিনিধির সঙ্গে বসার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বেকারত্ব নিরসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সবচেয়ে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী মাসগুলিতে আরও ১০ হাজার লোক নিয়োগ হবে। পিএসসি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বা এর ওপর কর্তৃত্বের ক্ষমতা আমার নেই। তবে যতটা সম্ভব আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।’
আসিফ মাহমুদ বলেন, ‘যত কাজই থাকুক, ছাত্রদের বিষয়গুলো সবসময় আমার জন্য প্রথম প্রাধান্য পায়। কুয়েটেতে আন্দোলন চরম পর্যায়ে পৌঁছানোর আগে সেখানে ছাত্রদের একটি প্রতিনিধি দল আমার কাছে এসেছিল এবং তাদের স্মারকলিপি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে পৌঁছে দিয়েছি। নিয়মিত আপডেট দিয়ে দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করেছি। ফেসবুকে সব কিছু না বললেই যে কাজ হচ্ছে না, তা নয়।’
তিনি বলেন, ‘টিএসসিতে আন্দোলনরত অনেকেই আমার পরিচিত। রাত ৪ বা ৫টায় সেখানে যাওয়া কতটা শোভন হবে তা ভেবে যাইনি। এছাড়া, শহিদ জসিম ভাইয়ের মেয়ে আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলে গিয়েছিলাম পরিবারের সঙ্গে দেখা করতে। ভোর ৫টায় কাউকে না পেয়ে ফেরত এসেছি। তবে গ্রেফতার আসামিদের জামিনের খবর সঠিক নয়, তাদের সিআইডিতে রাখা হয়েছে এবং আইন মন্ত্রণালয় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।’
তিনি শেষ দিকে বলেন, ‘অফিস শেষে রাজুতে অনশনরত ভাইদের সঙ্গে দেখা করতে যাব। তবে মনে রাখতে হবে, পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আপনারা যা চেয়েছেন, তা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। আর একবার এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com