বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রশ্ন তুলেছেন ছাত্রশিবিরের বর্তমান সভাপতির ছাত্রত্ব নিয়ে। তিনি বলেন, “ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার কীভাবে এখনও ছাত্রত্ব থাকে?”
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, “বাংলাদেশে একটি গুপ্ত বাহিনীর আলবটর নামে আরেকটি বাহিনী রয়েছে। জামায়াত-শিবিরের পক্ষ থেকে যারা ছাত্রদল নিয়ে প্রশ্ন তোলে, তারা আগে নিজেদের সংগঠনের সভাপতির শিক্ষাবর্ষ প্রকাশ করুক।”
তিনি অভিযোগ করেন, “বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের হাতে রয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগ পুনর্বাসনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।”
সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয়, তাদের তালিকা করা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে প্রতিটি বিভাগে ‘রানিং’ শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হবে।”
অনুষ্ঠানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জবি ছাত্রদল বহু নেতাকর্মীর গুম-খুনের শিকার হয়েছে। আজও অনেক নেতা নিখোঁজ রয়েছেন, এখনো তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি।”
সঞ্চালকের বক্তব্যে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, “যেসব নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি, তাদের মূল্যায়ন করা হবে।”
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, জবি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com