কয়েক দিনের প্রচণ্ড গরম আর ভ্যাপসা তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এ বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া, যা এনে দিয়েছে তাৎক্ষণিক স্বস্তি।
প্রখর রোদের ক্লান্তি থেকে মুক্তি পেয়ে অনেকেই বৃষ্টিতে ভিজেছেন স্বতঃস্ফূর্তভাবে। সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও জনমনে স্বস্তির ছোঁয়া দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এছাড়া তারা জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে, যার বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি মৌসুমী স্বাভাবিক লঘুচাপও একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আচমকা বৃষ্টি নগরবাসীকে ভিজিয়ে দিলেও গরমের প্রকোপ থেকে সাময়িক রেহাই এনে দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি আরও কিছুদিন বিরাজ করতে পারে, যা কৃষি ও জনজীবনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com