আগামী ১৬ মে খুলনা বিভাগে 'শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা' শীর্ষক খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মোংলা পৌর ও উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মোংলার হোটেল টাইগারের হল রুমে উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগের সঞ্চালনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা এবং যুগ্ম আহ্বায়ক মিঠু ফকির।
[caption id="attachment_1512" align="aligncenter" width="591"] মোংলা উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত[/caption]
এছাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা শেষে মোংলা পৌর শাখার উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়াদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ কাশেমের সঞ্চালনায় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন, যুবদল নেতা সুমন মল্লিকসহ মোংলা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com