মোংলায় বিএনপির ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন এনসিপি-সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা মো. তিতুমীর চোকদার। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় মামলাটি দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে মোংলা বন্দরের শ্রমিক সংগঠনটি আওয়ামী লীগ-সমর্থিত নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল, যার কারণে সাধারণ শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি-সমর্থিত পক্ষ সংগঠনের নিয়ন্ত্রণে আসে। ২৯ এপ্রিল এনসিপি-সমর্থিত শ্রমিক সংগঠনের একটি সভা আহ্বান করা হলে, তার আগের দিন সভার প্রস্তুতিকালে বিএনপি-সমর্থিত শ্রমিকরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ তোলা হয়েছে।
ঘটনার দিন উভয় পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। যদিও ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো মামলা গ্রহণ করা হয়নি, প্রায় তিন সপ্তাহ পর এই মামলা দায়ের হলো। এতে নারী নেত্রী রিয়া পারভীনকে শ্লীলতাহানির অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করে পৌর বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। তিনি মামলাটিকে ‘প্রতিহিংসামূলক’ ও ‘প্রায়োজিত’ বলে অভিহিত করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, “মামলা প্রত্যাহার না হলে মোংলায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মঙ্গলবার রাত এবং বুধবার বিকেলে শহরে দুই দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপি। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, “এটি একটি পরিকল্পিত মামলা। আমার জনপ্রিয়তা ও আমাদের সংগঠনের শক্তিকে নস্যাৎ করতে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ মামলা দায়ের করা হয়েছে।”
মোংলায় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এক রকম টান টান উত্তেজনায় রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com