কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার এক নারীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি অভিযোগ করেন, “পুলিশ এবং দলেরই এক শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে ওই পরিবারকে সরিয়ে দিয়েছে।”
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে মুরাদনগরের পাচকিত্তা বাহারচর গ্রামে ভুক্তভোগীর বাড়িতে গেলে এ মন্তব্য করেন তিনি।
কায়কোবাদ বলেন, “আমি এসেছিলাম এই পরিবারটির পাশে দাঁড়াতে, কথা বলতে। কিন্তু পুলিশ এবং আমাদের দলের একজন শিশু উপদেষ্টা পরিকল্পিতভাবে তাদের সরিয়ে দিয়েছে, যাতে আমি সাক্ষাৎ করতে না পারি।”
তিনি আরও বলেন, “এটি শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি চক্রান্ত। আওয়ামী লীগ ও এনসিপি মিলে অপপ্রচার চালিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আমিও এই মাটির সন্তান, যেমন আপনারাও। আমাদের মাঝে ধর্মীয় বিভেদ নয়, সম্প্রীতি ও সহাবস্থান থাকবেই।”
শেষে কায়কোবাদ বলেন, “আমরা শান্তি চাই, ন্যায়বিচার চাই। ভুক্তভোগী নারীর পাশে বিএনপি রয়েছে এবং থাকবে। দ্রুত বিচার চাই, দাঙ্গা নয়।”
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com