সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (৭ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “হামলাকারীদের ভিডিও ফুটেজ আমাদের হাতে রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অচিরেই গ্রেপ্তার করা হবে।”
আইজিপি আরও বলেন, “সরকার কোনো আইনগত প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের আড়ালে সংঘটিত যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”
তিনি জানান, পুলিশ ইতোমধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে একই বিবৃতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
তিনি বলেন, ভাঙচুরের শিকার ব্যবসাগুলোর অনেকগুলো স্থানীয় উদ্যোক্তাদের, আবার কিছু প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগে গড়ে উঠেছে। তারা বাংলাদেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, “যারা এই সহিংসতায় অংশ নিয়েছেন, তারা আমাদের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং চাকরি সৃষ্টির বিরুদ্ধে কাজ করেছেন। তারা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সক্রিয়ভাবে অবদান রাখছেন।”
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না এবং দেশের শান্তিপূর্ণ বিনিয়োগ পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com