রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় বিএনপি কর্তৃক অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও এই ঘটনাকে ঘিরে বিএনপির ওপর দায় চাপানোকে ‘নোংরা অপরাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১১ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, “এই ঘটনায় বিএনপি সিরিয়াস ব্যবস্থা নিয়েছে। এরপরও বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অসততা ও শিষ্টাচারবহির্ভূত। এটি এক ধরনের ফ্যাসিস্ট অপচেষ্টা। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
সালাহউদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না। সরকারকেই এখন প্রমাণ করতে হবে, তারা নিরপেক্ষ আইন প্রয়োগে কতটা আন্তরিক।”
এদিকে যুবদল থেকে অভিযুক্তদের আজীবন বহিষ্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “মিটফোর্ডের ঘটনায় দায়ের করা মামলার দুই অভিযুক্ত—যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
যুবদলের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়, যাতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য না দেখানো হয় এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।
সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে স্পষ্ট করে দেয় যে, দলীয় পরিচয় থাকলেও অপরাধ করলে কেউ ছাড় পাবে না।
এদিকে বিভিন্ন মহল থেকে বিএনপির নেওয়া সিদ্ধান্তকে ‘পজিটিভ মেসেজ’ হিসেবে দেখলেও, সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অপরাধীদের দলীয় আশ্রয়-প্রশ্রয়ের যে প্রবণতা রয়েছে, সেখানে এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন না হলেও গুরুত্বপূর্ণ। এটি আগামীতে রাজনৈতিক দলগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে—যেখানে অপরাধের দায় অপরাধীর, দল বা মতের নয়।
এ ঘটনায় বিএনপির সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, সরকারের তরফ থেকেও নিরপেক্ষ তদন্ত ও কার্যকর বিচার কার্যক্রম নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com