
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, ১০ এপ্রিল। এই পরীক্ষাকে কেন্দ্র করে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ১৬ মার্চ জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থাও গ্রহণ করতে হবে। পরীক্ষাকালীন সময়জুড়ে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া যেসব এলাকায় আগাম বন্যার সম্ভাবনা রয়েছে, সেখানে পরীক্ষার ব্যাঘাত এড়াতে বোর্ডগুলোকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বছর এসএসসি পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং অংশ নেবে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মোট কেন্দ্র সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ৯ হাজার ৬৩টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com