রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভবনে আছড়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের শিখায় আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল, ফলে অনেক শিক্ষার্থী চরম ভয় ও বিভ্রান্তির মুখে পড়ে—কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ দৌড়ে ক্লাসরুম ছেড়ে পালায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হতাহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো—
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১ জন
সামরিক হাসপাতাল (সিএমএইচ): আহত ১৭ জন, নিহত ১২ জন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২ জন
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১ জন, নিহত ২ জন
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১ জন
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন
এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশব্যাপী এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com