ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা নিয়মিত আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মেটার নতুন সিদ্ধান্ত। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ধরনের ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে পুরনোভাবে ভিডিও পোস্ট করে অর্থ উপার্জনের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
ভিডিও ও রিলসের ফারাক নেই আর
সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, এখন থেকে ফেসবুকে আপলোড করা যেকোনো ভিডিও—তা স্বল্প সময়ের হোক বা দীর্ঘ—সবই রিলস হিসেবে প্রকাশিত হবে। আগে ভিডিও ও রিলস ছিল দুটি পৃথক অপশন, এখন সেগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। এই পরিবর্তনের মাধ্যমে ‘একীভূত ভিডিও ইন্টারফেস’ চালু করা হচ্ছে, যাতে ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করা আরও সহজ হবে।
সময়সীমার বাধা নেই
আগে যেখানে রিলসের দৈর্ঘ্য ৬০ থেকে ৯০ সেকেন্ডে সীমাবদ্ধ ছিল, এখন সেই বাধা উঠে যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন—সবই রিলস হিসেবে গণ্য হবে।
আয় হবে শুধু রিলস থেকে
মেটার সিদ্ধান্ত অনুযায়ী, ফেসবুক ভিডিওর জন্য আলাদা কোনো মনেটাইজেশন অপশন থাকছে না। অর্থাৎ, যাঁরা আগে বড় ভিডিও দিয়ে আয় করতেন, তাঁদের এখন থেকে ভিডিও রিলস আকারে আপলোড করতে হবে এবং আয় করতে হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায়।
নতুন টুলসের সুবিধা
মেটা জানিয়েছে, নতুন এই ইউনিফায়েড প্ল্যাটফর্মের সঙ্গে আসছে বেশ কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং ফিচার। ভিডিও কেটে সংক্ষেপ করা, ফিল্টার, টেক্সট, মিউজিকসহ আরও নানা অপশন থাকবে, যা ব্যবহার করা যাবে কোনো জটিল সফটওয়্যার ছাড়াই।
এই পরিবর্তন ফেসবুকের ভিডিও কনটেন্ট ব্যবহারে গতি আনবে বলে মনে করা হচ্ছে, তবে আয় করার ক্ষেত্রে কনটেন্ট নির্মাতাদের নতুনভাবে পরিকল্পনা ও কৌশল ঠিক করতে হবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com