চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতিতে এয়ার অ্যাম্বুলেন্সে জ্বালানি নেওয়া হয়। সেখান থেকে পুনরায় রওনা হয়ে তিনি মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে তিনি নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তার বাসভবন ফিরোজার উদ্দেশে যাত্রা করেন। তিনি তার পরিচিত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেন, পেছনে ছিলেন দুই পুত্রবধূ।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগছেন। উন্নত চিকিৎসার প্রয়োজনেই তাকে লন্ডনে নেওয়া হয়েছিল। তার ফেরাকে কেন্দ্র করে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), একইসঙ্গে নেতাকর্মীদের জন্য আচরণবিধিও জারি করা হয়।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মামলায় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। সে সময় তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন বারবার নাকচ করা হয়, যা নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে।
পরে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। উচ্চ আদালত একাধিক মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে ‘হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মত দেন। বর্তমানে তিনি সব মামলা মোকাবিলায় আইনি প্রক্রিয়ায় লড়ছেন।
দলীয় নেতাকর্মীরা বলছেন, বেগম জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে আন্দোলন ও সংগঠনের মধ্যে নতুন গতি ফিরে আসবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com