নারী মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করতে নীতিমালা নেই বাংলাদেশে। এটি প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন জমা দেন।
রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (সাধারণ শিক্ষা)কে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মো. জুয়েল আজাদ সাংবাদিকদের জানান, পাকিস্তানসহ বিভিন্ন দেশে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, তবে বাংলাদেশে এখনো তা নেই। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের কথা বিবেচনা করে নারী মরদেহের ময়নাতদন্ত একজন নারী চিকিৎসকের মাধ্যমে করানো উচিত।
[caption id="attachment_245" align="aligncenter" width="586"] হাইকোর্ট[/caption]
এ বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেছেন।
তিনি আরও জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com