ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা নতুন নেতৃত্বে পথচলা শুরু করেছে। সদ্যঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।
শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্ক সংলগ্ন ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মনির হোসেন লিটন।
দুই বছর মেয়াদি এই আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি: সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক: বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক: দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক: আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য: দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা
কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি ঢাকায় কর্মরত নরসিংদীর সংবাদকর্মীদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্যবদ্ধ কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com