সরাসরি ভোটের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুর এলাহী নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
এর আগে খায়রুল কবির খোকন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঞ্জুর এলাহী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব।
বিএনপি নেতা-কর্মীদের তথ্যমতে, কাউন্সিলে নরসিংদী জেলার যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভার সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তৃণমূলের প্রতিনিধি সদস্যরা সরাসরি ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
বিশেষ এ সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও দপ্তর সংযুক্ত নেতা সাত্তার পাটোয়ারী।
নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘তৃণমূল নেতারা আমাদের কর্মের মূল্যায়ন করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই মিলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, ‘আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার জন্য দলের নেতৃত্ব ও তৃণমূল আমার ওপর আস্থা রেখেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।’
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com