নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলার দুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মোট ২২টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা ব্যবসায়ীদের।
বুধবার (১৬ এপ্রিল) রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার এবং মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে শিমুলিয়া বাজারের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এর কয়েক ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে মনোহরদীর মৌলভী বাজারে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সেখানে ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেনও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বলেন, “তদন্তের পর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।”
ঘটনাগুলোর পর দুই বাজারেই শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com