ঈদুল ফিতর সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলোকে নতুন নোট বিতরণ বন্ধ রাখতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাজারে প্রচলিত বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট আগের মতোই ব্যবহৃত হবে। তবে নতুন নকশার নোট আগামী মাসের মধ্যে বাজারে আনার চেষ্টা চলছে।
[caption id="attachment_253" align="aligncenter" width="785"] বাংলাদেশ ব্যাংক[/caption]
এদিকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নতুন নোট পাবেন না বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। তবে এখন নতুন নোট বিতরণের এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
জানা গেছে, নতুন নকশার নোট আগামী এপ্রিল-মে মাসের মধ্যে বাজারে আসতে পারে। পরিবর্তিত নকশায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পরিবর্তে "জুলাই বিপ্লব" সম্পর্কিত গ্রাফিতি ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা স্থান পাবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন নোট ছাপানোর জন্য বিশেষ কাগজ, কালি ও অন্যান্য উপকরণ বিদেশ থেকে আনতে হয়। সাধারণত টাকার নকশা পরিবর্তন করে নতুন নোট বাজারে আনতে দুই বছর সময় লাগে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে নতুন নোট আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও মান বজায় থাকে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com