জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের প্রতিনিধির অভাবে জনগণ দুর্ভোগে পড়ছে। তিনি নির্বাচন কমিশনের স্বদিচ্ছা এবং সক্ষমতা যাচাইয়ের জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এতে জনগণ বুঝতে পারবে, ইসি সত্যিই স্বচ্ছ এবং কার্যকরভাবে কাজ করছে কিনা।
শুক্রবার (২৫ এপ্রিল) ১১টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা শুনতে পাচ্ছি যে, সংসদ দ্বি-কক্ষবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, আর উচ্চকক্ষ হবে পিআর সিস্টেমে। যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে থাকে, তবে নিম্নকক্ষ কেন হবে না? একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন কী?" তিনি আরও বলেন, পৃথিবীর ৬২টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে এবং ইউরোপের ২৬টি দেশের মধ্যে ১৬টি পিআর সিস্টেমে নির্বাচন করে, যেখানে এই সিস্টেমের সুফল পেয়েছে। তাই, এ সুবিধা থেকে আমাদের জাতিকে বঞ্চিত করা উচিত নয়।
তিনি বলেন, সম্প্রতি একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেখানে কোরআন ও সুন্নাহর পরিপন্থী কিছু সুপারিশ রয়েছে। জামায়াত আমির অভিযোগ করেন, এই সুপারিশকারীরা দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না এবং তাদের উদ্দেশ্য সমাজকে ভুল পথে নিয়ে যাওয়ার। তিনি দেশের প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট বাতিল করার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, "আমি ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে বলেছি, বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে। এই টাকা আমাদের জনগণের। এ টাকা ফেরত দিতে হবে এবং যেসব দুর্নীতিবাজরা বিদেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শোষণ, জুলুম এবং মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতির চ্যাম্পিয়ন হবে না। একই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে এবং বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না।"
ডা. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ অবশ্যই আল্লাহর বিধানের ভিত্তিতে হবে, কুরআন ও নবীজির সুন্নতের ভিত্তিতে। কুরআনের রাষ্ট্র কায়েম হলে অপরাধীরা পার পাবেন না, ইনসাফের বাংলাদেশ হলে বিচারবিভাগেরও প্রয়োজন হবে না।"
রমজানে দ্রব্যমূল্যের বাজার কিছুটা নিম্নমুখী হলেও বর্তমানে বাজার উত্তপ্ত হওয়ায় সরকারকে বাজারে নজরদারি রাখার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, "যারা সমাজের শৃঙ্খলা বিনষ্ট করছে, তাদের পাকড়াও করতে হবে।"
মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com