বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের এবং গণতন্ত্রের স্বার্থে দল যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত, তবে দলের ভাবমূর্তি ও আদর্শ রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (২ জুলাই ২০২৫) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “বিএনপি সবসময় দেশের সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। দলের সুনাম রক্ষা করতে হবে যেকোনো মূল্যে। কেউ যদি দলের ক্ষতি করে, তাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করা।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের যে যৌক্তিক প্রস্তাবনা আমরা দিয়েছি, তা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় গণতন্ত্র রক্ষায় ছাড় দিয়েছি। যদি আমরা তা না করতাম, তাহলে অন্যরা এতটা আত্মবিশ্বাসী হতে পারত না।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “জনগণের সঙ্গে থাকুন, তাদের কথা শুনুন, আস্থা অর্জন করুন। আপনারা বিএনপির প্রতিনিধি—সেই পরিচয় বজায় রাখুন সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে।”
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com