জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীকে কুপ্রস্তাবের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার প্রকাশ্যে এল সেই নারী নেত্রীর পরিচয়। তার নাম নীলা ইসরাফিল।
বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি বিষয়টি স্বীকার করেন এবং বিস্তারিত ব্যাখ্যা দেন।
নীলা জানান, নেপালে অবস্থানকালে তুষার প্রায়ই ফোন করতেন এবং আলাপচারিতার ধরন ক্রমেই ব্যক্তিগত হয়ে উঠত। ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘তোমার স্লোগান আমাকে আকৃষ্ট করে’—এমন মন্তব্যে তিনি বরাবরই অস্বস্তি বোধ করতেন এবং সম্পর্কটি সাংগঠনিক ও পেশাদার রাখার অনুরোধ জানান।
তিনি লেখেন, রোজার সময় একদিন তুষার তাকে আপত্তিকর মন্তব্য করেন। এরপর তিনি আর কথা বলতে চাননি, কিন্তু তুষার বিভিন্নভাবে চাপ দিয়ে যেতে থাকেন। একপর্যায়ে তুষার দাবি করেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে তার কথা হয়েছে এবং নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিরাপত্তাজনিত হতে পারে মনে করে তিনি আলাপটি রেকর্ড করেন।
প্রায় দেড় ঘণ্টার কথোপকথনের ৪৭ মিনিট তিনি সংরক্ষণ করেন। তুষার নাকি ডিবিকে বলেছেন, নীলা তার গার্লফ্রেন্ড। এছাড়া কথোপকথনে বেশ কিছু আপত্তিকর প্রস্তাবও ছিল বলে জানান নীলা।
তিনি জানান, ঘটনাটি পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মহানগরের দায়িত্বশীল শাহরিয়ার ও নিজামকে জানান। পরদিন অডিওটি কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
নীলা বলেন, এরপর তাকে ঘিরে শুরু হয় ‘মিডিয়া ট্রায়াল’। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, এমন পরিস্থিতিতে তার নারী সহকর্মীরাও পাশে দাঁড়াননি।
তিনি লেখেন, "আমি নীলা ইসরাফিল, প্রতিবাদ জানাতে জানি। কিন্তু সবাই তো নীলা না। তুষার যদি আমার মতো একজন নারীকে এভাবে দমন করতে পারে, তাহলে বাকিরা আরও ঝুঁকিতে থাকবে।"
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com