ঢাকায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক রোগীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে তাকে সেখানে স্থানান্তর করা হয়।
রোগীর নাম মাহফুজার রহমান (৬১)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান কলেজ এলাকার বাসিন্দা।
[caption id="attachment_2197" align="aligncenter" width="620"] ঢাকায় করোনা আক্রান্ত রোগী ভর্তি সাতক্ষীরা মেডিকেলে[/caption]
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, করোনা শনাক্ত হওয়া এই রোগীকে ঢাকার একটি হাসপাতাল থেকে এনে সাতক্ষীরায় ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ছাড়াও রোগীর আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহফুজার রহমানকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com