চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা উচিত।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “গত ১০ মাসেও অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সূচি ঘোষণা করতে না পারায় রাজনৈতিক অঙ্গনে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। তবে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করে, যদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য গণতন্ত্র রক্ষার পক্ষে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে নয়— তার আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কারণ অধিকাংশ রাজনৈতিক দল সংস্কার বিষয়ে একমত পোষণ করেছে।”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করুন। এতে সরকারের জয় বা পরাজয়ের প্রশ্ন নেই। বরং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থার প্রতিফলন ঘটান এবং গণতন্ত্রকে বিজয়ী করুন।”
তিনি অভিযোগ করে বলেন, “অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জনগণের বাস্তব জীবনধারার সঙ্গে সম্পৃক্ত নন। অফিসে বসে ফাইল দেখে জনগণের সমস্যা সমাধান করা যায় না। প্রশাসননির্ভর কাজ দিয়ে সমস্যার সমাধান যদি সম্ভব হতো, তবে রাজনীতির প্রয়োজন থাকত না।”
তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা থাকলে আর কালবিলম্ব নয়, এখনই নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে।”
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com