কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া এলাকায় একটি পুরোনো আমগাছ ভেঙে পড়ে ধইল্ল্যা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নয়াপাড়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ।
নিহত ধইল্ল্যা মিয়া সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, গাছটি বড় হওয়ায় ছায়ায় বসে ছিলেন দুইজন। হঠাৎ করেই গাছটি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। এতে একজন অক্ষত থাকলেও ধইল্ল্যা মিয়ার ওপর গাছটি পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com