বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পতনের প্রেক্ষিতে ২০২৫ সালের জুন মাসের জন্য দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। এতে লিটারপ্রতি তেলের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। সংশোধিত দামে ডিজেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের নতুন মূল্য ১১৪ টাকা উল্লেখ করা হলেও এটি পূর্বঘোষিত দামের তুলনায় বেশি, ফলে এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
এর আগে ৩০ এপ্রিল মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়ে নতুন মূল্য কার্যকর করেছিল। তখন ডিজেল ও কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছিল।
২০২৪ সালের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এই ধারাবাহিকতায় প্রতি মাসের শেষ দিনে নতুন দাম ঘোষণা করা হচ্ছে, যা পরবর্তী মাসের প্রথম দিন থেকে কার্যকর হয়।
গত বছরের ৩১ আগস্ট প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে। ওই সময় পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। এরপর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসেও সীমিত পরিসরে মূল্য হ্রাস করা হয়, যদিও কিছু মাসে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com