একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানির সময় নতুন এ তারিখ ধার্য করা হয়। এদিন শুনানির জন্য আদালতে হাজির হন জামায়াতের কয়েকজন নেতা।
এর আগে ২৬ ফেব্রুয়ারি, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করে মূল আপিল শুনানির অনুমতি দেয় দেশের সর্বোচ্চ আদালত। তখন আদালত আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেয়।
উল্লেখযোগ্যভাবে, এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলা, যেখানে রিভিউ আবেদনের পর মূল আপিল শুনানির সুযোগ দিয়েছে আদালত। এর আগে ২৫ ফেব্রুয়ারি রিভিউ আবেদনের প্রথম দফার শুনানি অনুষ্ঠিত হয় এবং ২৩ ফেব্রুয়ারি মামলার শুনানির তারিখ ধার্য করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান খান। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। পরে ২০২০ সালের ১৯ জুলাই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন তিনি।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com