চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে এলাকাজুড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
দুপুর ১টা ১০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার সময় আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড দিলেও তারা তা ভেঙে রাস্তা দখলে নেন। আন্দোলনকারীরা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে যেসব সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তাদের তিন দফা মূল দাবি:
১. পুনর্বহাল ও ক্ষতিপূরণ: পিলখানা ট্র্যাজেডি ও অন্যান্য ঘটনায় যেসব সদস্য (৭৬ ব্যাচসহ) সামারি কোর্ট ও বিশেষ আদালতের মাধ্যমে চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
২. স্বাধীন তদন্ত কমিশন: পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত শর্তযুক্ত কমিশনকে পূর্ণাঙ্গ, স্বাধীন ও কার্যকর কমিশনে রূপান্তর করতে হবে। কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টিকারী বিধিনিষেধ বাতিল করতে হবে যাতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এবং নিরপরাধ সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়।
৩. বিডিআর নাম পুনঃস্থাপন: ২০০৯ সালের ঘটনার পর অন্যায়ভাবে চাকরিচ্যুত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন এবং ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) নামটি পুনরায় চালু করতে হবে।
আন্দোলনকারীরা দাবি করেন, ১৫ বছরের বেশি সময় ধরে তারা অবিচারের শিকার। পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com