পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যায়। এর আগে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়।
যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এর আগে শনিবার ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছিল। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।
ঈদুল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ঈদের নামাজের জামাত। রাজধানীর প্রতিটি ঈদগাহ ও অধিকাংশ মসজিদে এ জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে এটি সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তর করা হবে। এ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা থাকবেন। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। মুসল্লিদের জন্য নিরাপত্তা, ওজু, টয়লেট, সুপেয় পানি, কার্পেট, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে: প্রথম জামাত - সকাল ৭:০০টায়, দ্বিতীয় জামাত - সকাল ৮:০০টায়, তৃতীয় জামাত - সকাল ৯:০০টায়, চতুর্থ জামাত - সকাল ১০:০০টায়, পঞ্চম জামাত - সকাল ১০:৪৫টায়। প্রত্যেক জামাতে নির্দিষ্ট ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালন করবেন, তবে অনুপস্থিতির ক্ষেত্রে বিকল্প ইমামও নির্ধারিত রয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০টায়। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বায়তুল জান্নাত জামে মসজিদ (কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস) - সকাল ৯:৩০টায়, বলিভদ্র বাজার জামে মসজিদ (সাভার, আশুলিয়া, গণকবাড়ি এলাকা) - সকাল ৮:৩০টায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠ - সকাল ৭:১৫টায়। আবহাওয়া প্রতিকূল হলে: বুয়েট কেন্দ্রীয় মসজিদ - সকাল ৭:৩০টায়, বকশি বাজার বায়তুস সালাম মসজিদ - সকাল ৮:০০টায়, আজাদ আবাসিক এলাকা মসজিদ - সকাল ৮:০০টায়। দক্ষিণ বাসাবো বালুর মাঠ - প্রথম জামাত সকাল ৭:৩০টায়, দ্বিতীয় জামাত সকাল ৮:৩০টায়। উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ - সকাল ৮:০০টায়। উল্লেখিত সময়সূচি পরিবর্তিত হলে তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com