চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলা চালায় একদল যুবক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত নববর্ষ উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, "৪০-৫০ জন যুবক হঠাৎ করেই ডিসি হিলে এসে আমাদের মঞ্চে হামলা চালায়। তারা প্যান্ডেল, চেয়ার, ব্যানারসহ সবকিছু তছনছ করে দেয়। বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু দুর্বৃত্তদের হামলায় সব নষ্ট হয়ে গেছে। ফলে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।"
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, “এটি শুধু একটি মঞ্চ নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বৈশাখের আগের দিন এমন হামলা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক বড় আঘাত। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্কৃতিকর্মী সুদীপ্ত বিশ্বাস বিভু লেখেন, “প্রশাসন অনুষ্ঠান আয়োজনে শুরু থেকেই বাধা দিয়ে এসেছে। অনুমতি দেওয়া হয়েছে শেষ মুহূর্তে, তাও নানা শর্তে। একাধিক সংগঠনকে মঞ্চে না তুলতে বলা হয়েছে এবং আয়োজনকে ঘিরে নানা চাপ ছিল।”
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, “ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিষয়টি তদন্তাধীন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “কিছু উচ্ছৃঙ্খল যুবক ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে শুনেছি। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”
চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা জানিয়েছেন, ডিসি হিলে ৪৬ বছর ধরে পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের ৪৭তম আয়োজনের জন্য গত ১৩ ফেব্রুয়ারি অনুমতির আবেদন করা হলেও প্রশাসন ‘নিরাপত্তা’ কারণে অনুমতি ঝুলিয়ে রাখে। অবশেষে ১০ এপ্রিল সীমিত সময় ও শর্তসাপেক্ষে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।
প্রশাসনের শর্ত অনুযায়ী, গান ও কবিতার তালিকা আগে জমা দিতে হবে এবং বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানে ‘বিতর্কিত’ কোনো উপস্থাপনাও নিষিদ্ধ করা হয়। এবারে ডিসি হিলে ৬০টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের কথা ছিল।
সাংস্কৃতিক অঙ্গনে বর্ষবরণের এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিসি হিলের এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com