মোংলায় চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ৯ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ডালিরখন্ড গ্রামের চিংড়ি ঘের ব্যাবসায়ীর আনসার আলীর বিরুদ্ধে এমন অভিযোগ। এ ঘটনায় সোমবার বিকালে মোংলা থানায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আনসার আলী শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অভিযুক্ত আনসার আলী ওই একই এলাকার মৃত জোনাবালির ছেলে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকার দিন মজুরের শিশু কন্যা (৯) বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলাধুলা করছিল। ঘরে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী আনছার আলী শেখ (৬৫) শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর তাকে ঘরে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে আনছার। এ ঘটনা কাউকে বলে দিলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় আনসার আলী। ভয়ে কাউকে কিছু না বলে ঘরে আসলে বিষয়টি তার মায়ের সন্দেহ হয়।
পরে জিজ্ঞেস করলেই মায়ের কাছে সব খুলে বলে নির্যাতনের শিকার ওই শিশুটি। মা শিশুটির বাবাকে পাষবিক নির্যাতনের ঘটনা জানালে স্থানীয়দের কাছে অভিযোগ দেয় দিন মজুর বাবা। ধর্ষক স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রথমে কেউ এ ব্যাপারে কিছু বলার সাহস পাচ্ছিল না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানায়, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাশালী গণ্যমান্য ব্যাক্তি এনিয়ে বাড়াবাড়ি না করার চাপ সৃষ্টি করে শিশুটির পরিবারকে।
একপর্যায়ে ঘটনার বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হলে রোববার রাতে থানা পুলিশের কাছে যান ভুক্তভোগী পরিবার। তারা রাতেই থানায় এজাহার দাখিল করেন। পরে সোমবার দুপুরে এজাহারটি মামলা আকারে রেকর্ড করেন মোংলা থানা পুলিশ।
মোংলা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, ঢালীরখন্ড এলাকায় স্কুৃল পড়ুয়া এক শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আসামি আনমসার আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com