সুন্দরবন সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে হরিণ শিকার ও মাদক চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। অভিযানে এক শিকারিকে আটকসহ ১১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে এবং অন্য এক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ডের নলিয়ান আউটপোস্টের একটি দল সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফের সহযোগী মোঃ শাহজাহান, মোঃ অনু ও এক অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুইটি বোট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বোটগুলো তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মোঃ আরিফুল সরদান (২৪) নামের একজন হরিণ শিকারিকে আটক করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা।
আটক ব্যক্তিকে এবং জব্দ করা হরিণের মাংস বনবিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, ওইদিন দুপুর ১টায় কোস্ট গার্ডের আরেকটি দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক গতিবিধির কারণে মোজাহিদ গাজি (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একই থানার বাসিন্দা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে দাকোপ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com