জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য চালু হওয়া বিশেষ ক্রাশ প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত জমা পড়া ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “ক্রাশ প্রোগ্রামের ওপর কমিশনের বিশেষ গুরুত্ব দেওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর বেশিরভাগই বিভিন্ন জটিলতায় আটকে আছে। তবে দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি জানান, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে কমিশন নাগরিক অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে। তথ্য নিরাপত্তা রক্ষায় এনআইডি ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়নও আনা হচ্ছে।
এনআইডি সেবায় নিরাপত্তা জোরদারে ব্যবহারকারীদের নিজস্ব মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে, তথ্য ফাঁসের ঝুঁকি কমবে এবং পরিচয় যাচাই সহজ হবে।
এদিকে, মঙ্গলবার (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, “নির্বাচন কমিশন ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।” তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রস্তুতি চলেছে এবং নির্ধারিত সময়েই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
সিইসি আরও বলেন, “পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মতো করে চারটা গিয়ার চালিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার যখন চায়, আমরা যেন প্রস্তুত থাকি।”
তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক। তার সঙ্গে আমাদের বোঝাপড়া আছে এবং আমরা একই ওয়েবলেন্থে কাজ করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই আমরা এগোচ্ছি।”
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com