ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানের পর এই প্রথম তিনি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন।
সোমবার (২৩ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, “ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। তাকে শাস্তি দিতে হবে এবং দেওয়া হচ্ছে—এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, ইরানের ইস্পাহান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ইসনা ও আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেশারাকি জানান—একজন রোগীকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চালক, রোগী ও রোগীর এক স্বজন নিহত হন।
তিনি আরও জানান, ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটি দিক হারিয়ে পাশের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এই হামলা এবং সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতে ইসরায়েল যুক্ত হয়ে পড়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com