ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির প্রধান ঘাঁটি তেল আবিবে আঘাত হেনেছে বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই হামলার পরবর্তী পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। খবর প্রকাশের সময় পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com