ইরানের গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং ইসরায়েলি গোপন সংস্থা মোসাদের ছয়জন এজেন্টকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার হামাদান প্রদেশে পরিচালিত বিশেষ অভিযানে এই গুপ্তচরদের আটক করা হয়, যারা হামাদান, নাহাভান্দ ও রাজান শহরে গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তারা ইরানের স্বার্থবিরোধী কাজের জন্য সাইবারস্পেস ব্যবহার করছিল এবং দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছিল।
গুপ্তচররা যোগাযোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করছিলো এবং ইরানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রচেষ্টা চালাচ্ছিলো। তবে ইরানের সময়োপযোগী গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপপ্রয়াস ব্যর্থ হয়েছে।
এ ঘটনায় ইরানের নিরাপত্তা বাহিনী দেশীয় সুরক্ষা ও শত্রুদের মোকাবেলায় কঠোর অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com